
সেলিম চৌধুরী, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় এসএসসি পরীক্ষার ৩য় দিন ইংরেজি ১ম পত্রে ইলেক্ট্রনিক্স ডিভাইস দিয়ে বাইরের সাথে সংযোগ স্থাপক করে নকল করার অভিযোগে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক ছাত্রীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত ছাত্রীর নাম আসমা বিনতে মরিয়ম। সে স্থানীয় খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রের সচিব মিজানুর রহমান জানিয়েছেন, পরীক্ষা শুরুর ২০ মিনিট পরই ঐ ছাত্রীকে কথা বলতে দেখে কর্তব্যরত পরিদর্শক তাকে তল্লাশি করে তার কানের সাথে লাগানো বøুটুথ স্পীকার দেখতে পান। যা দিয়ে সে পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে সাহায্য নিয়ে উত্তর লিখছিল। পরে ঐ ছাত্রী স্বীকার করেন তার স্বামী তাকে সাহায্য করছিল। উল্লেখ পটিয়ায় এবার ৬৬৭২ জন এসএসসি ও কারিগরি শিক্ষা বোর্ডেও অধীন এবং মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে।