পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের পোস্টঅফিস মোড় এলাকায় অবৈধভাবে জেলা পরিষদের জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে। উক্ত স্থানে বর্তমানে পাকা দোকানগৃহ নির্মাণের চেষ্টা চলছে। এ ঘটনায় পটিয়া আদালত ও খাসমহল সড়ক ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ পটিয়া থানায় অভিযোগ দিলে পুলিশ পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, পৌর সদরের ৫ নং ওয়ার্ড ছদু তালুকদার বাড়ীর মৃত আহমদ নবীর পুত্র কামরুল ইসলাম জেলা পরিষদ মার্কেট থেকে ২৮ ফুট দৈর্ঘ ও ৪ ফুট প্রস্থ জায়গা একসনা ইজারা নেয়। আগামী ৩০ জুন ইজারার মেয়াদ শেষ হবে। এর ৬ দিন আগে গত ২৪ জুন কামরুল ইসলাম জোরপূর্বক জেলা পরিষদের পুকুরের অংশ ও পৌরসভার রাস্তার কিছু অংশ দখল করে সেখানে পাকা দোকানগৃহ নির্মাণ করার উদ্দেশ্যে টিনের বেড়া ও গাছ বাঁশের খুটি দিয়ে জায়গা দখল করে নেয়। ব্যবসায়ী সমিতি খবর পেয়ে পটিয়া থানা পুুলিশকে জানালে পুলিশ সরকারি স্বার্থ রক্ষার্থে দখলকারী কামরুল ইসলামকে বৈধ অনুমতি ব্যতিত কোন প্রকার স্থাপনা নির্মাণ না করার জন্য নিষেধ করেছে। স্থাপনা নির্মাণে ব্যবসায়ী সমিতির রোপনকৃত কয়েকটি মূল্যবান গাছ কেটে ফেলারও অভিযোগ রয়েছে। আদালত ও খাসমহল সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আইয়ুব আলী জানান, সরকারি স্বার্থ রক্ষার্থে আমরা পুলিশকে অবহিত করেছি। আজ রবিবার জেলা পরিষদ প্রশাসক বরাবরে অভিযোগ দেওয়া হবে। পটিয়া থানার ওসি রেজাউল করিম জানান, সমিতির অভিযোগ পেয়ে সরকারি স্বার্থ রক্ষায় তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে পৌর মেয়র আইয়ুব বাবুল জানান, পৌরসভার রাস্তার পাশে কামরুল ইসলাম অবৈধভাবে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।