sliderস্থানীয়

পটিয়ায় এস.কে ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি : পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এস.কে (ছিদ্দিক-কুলসুম) ফাউন্ডেশনের উদ্যোগে উজিরপুর মোহাম্মদীয়া জামে মসজিদের ৪০ লক্ষ টাকা ব্যয়ে ৩তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং একজনকে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠান সাবেক ডিজিএম ও এস.কে ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসেন সবুজ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম সোহেল, এস.কে ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ভিপি মাহবুবুল আলম, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। ইশরাক হাসান সিদ্দিকী’র পরিচালনায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মো: মুছা, মো: আলমগীর, উজিরপুর মোহাম্মদীয়া জামে মসজিদ খতিব ইএম জুবাইর উদ্দিন, ইমাম হাফেজ নুরুল ইসলাম, সমাজসেবক তসলিম উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এস.কে ফাউন্ডেশনের যাত্রার শুরুতে উজিরপুর মোহাম্মদীয়া জামে মসজিদের ৪০ লক্ষ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন এবং এলাকার শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ একজন অসহায়কে একটি ভ্যান গাড়ি ও অপরজনকে একটি সেলাই মেশিণ বিতরণ করেন। যা এলাকার উন্নয়নের অবদার রেখে যাচ্ছে। এই সংগঠন আগামীতেও এলাকার উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখার আশ^াস দেন সংগঠনের কর্মকর্তারা। জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ বলেন, শীতার্ত অসহায় মানুষের পাশে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। কেননা তারা আমাদের সমাজে অঙ্গ তাদেরকে মানবিক সহায়তা করলে আল্লাহ খুশি হয় তাই সকল বিত্তশালীদের অসহায় গরীব মানুষকে নানানভাবে সাহায়্য সহযোগিতা করার আহবান জানান চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ। তিনি আরোও বলেন আমাদের নৈতিক দায়িত্ব গরীব মানুষের পাশে থাকার।

Related Articles

Leave a Reply

Back to top button