sliderস্থানীয়

নয়নশ্রীতে বখাটেদের হাতুরি চাইনিজ কুরালের আঘাতে যুবককে মারধরের অভিযোগ

নাবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকার নাবাবগঞ্জ থানার নয়নশ্রীর রাহুত হাটি মাঠে ৫০ বছর পূর্তি উপলক্ষে ফুটবল খেলাকে কেন্দ্র করে জিসানসহ অন্তত্য ১০ থেকে ১২ জনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় রাহুতথাটি মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরনী চলাকালীন সময়ে নয়নশ্রীর ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ সুমন শেক জুয়েলের ছেলে মোঃ জিসান (১৮) কে ডেকে নিয়ে সুমন মেম্বারসহ মোক্তারের ছেলে নাহিদ গাবুর ছেলে শাহিন, শিপন সহ ১০থেকে ১৫ জন মিলে হাতুরি ও চাইনিজ কুরাল দিয়ে এলোপাতারি বারি ও কুপাতে থাকে। এ সময় জিসান কে রক্ষা করতে মাঠে থাকা মানুষজন ফিরাতে এলে তাদের উপরও চড়াও হোন সুমন বাহিনী তাদেরকেও মারতে থাকে এ ঘটনায় অন্তত ১৫/২০ জন আহন হোন।
এ ব্যাপারে দুইজন রাহুতহাটি বেড়াতে আসা বক্তনগর গ্রামের পান্নু মেম্বারের ছেলে ফাহাদ ও আক্কাছের ছেলে জিসান বলেন আমরা মারধরের ঘটনা দেখে আমরা ফিরাতে যাই কিন্তু উল্টো আরও আমাদের মেরে আহত করে তারা আরও বলেন হাতুরি দিয়ে সুমন বাহিনীর বখাটেরা মারতে থাকে।
আহত জিসানসহ ১০/১৫জন কে প্রথমে নাবাবগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা নেয়া হয় এবং জানা যায় জিসান এখনো মেডিকেলে ভর্তি রয়ছে।
এ ঘটনা সম্পর্কে জিসানের বাবা শেখ জুয়েল এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমার ছেলে কে যারা এভাবে অমানবিক ভাবে মারধর করছে তার উচিত বিচার চাই।
এ ব্যাপারে নাবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button