sliderস্থানীয়

নড়িয়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

এস এম জীবন রায়হান, শরীয়তপুর প্রতিনিধি: স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২৪ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিসে ফিতা কাটার মধ্য দিয়ে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। এ সময় তাঁর সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে সময় মত ভূমিকর পরিশোধ করার জন্য আহবান জানান।

তিনি আরো বলেন, ভূমি মালিকরা ভূমি সংক্রান্ত সব সেবা অনলাইনে গ্রহন করতে পারবেন। ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। প্রতিটা ইউনিয়েন ভূমি কর্মকতাদের এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ বলেন ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে এবং এই কাজটাকে আরো ত্বরান্বিত করতে ভূমি সেবা সপ্তাহ আয়োজনা করা এতে করে সবাই ভূমি সক্রান্ত সকল ধরন সেবা গ্রহন করতে পারবে।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button