sliderস্থানীয়

ন্যাশনাল পলিটেকনিকে পিপিই ও গার্মেন্টস মেকিং বিষয়ক প্রশিক্ষণ

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে পদ্মা উৎপাদন মুখী সমবায় সমিতির সুবিধা বঞ্চিত নারীদের মাঝে পিপিই ও গার্মেন্ট মেকিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সমাপনি দিনে ইউএনডিপির সহতায় ও মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক এর আয়োজনে ৪০ জন নারীকে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। সমাপনী দিনে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন স অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার। ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জ এর পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন, ইউএনডিপির প্রোগ্রাম ম্যানেজার মো.জাহিদ হোসেন, ইউএনডিপির প্রতিনিধি শান্তূনু সাহা, সমবায় অফিসের পরিদর্শক মো. বিল্লাল হোসেন এবং হাসমত আলী খান, সিআরপি অধ্যক্ষ ইঞ্জি.মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও পদ্মা উৎপাদনমুখী সমবায় সমিতির সভাপতি, সহসভাপতি ও অন্যান্য সদস্য সহ ৪০জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button