sliderস্থানীয়

নোয়াখালীতে ১৮ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ১৮ মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ২২ পিস ইয়াবা জব্দ করে।

গ্রেফতার মো.জহির (৩০) উপজেলার হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের মুক্তার মিস্ত্রীর ছেলে।

বুধবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের চরকৈলাশ তাহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরকৈলাশ তাহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। ওই সময় ২২ পিস ই্য়াবাসহ ১৮ মামলার আসামি জহিরকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button