sliderস্থানীয়

নোয়াখালীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীত এক মাদক কারবারিকে এক হাজার ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ইসমাইল হোসেন টিপু (৩৫) বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের আজগর হাজী বাড়ির নুরুজ্জামানের ছেলে।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রাম তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বজরা ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের লোকমান মিয়ার বিল্ডিংয়ের দক্ষিণ পাশের কক্ষে অভিমান চালিয়ে মাদক কারবারি ইসমাইল হোসেন টিপুকে কে ইয়াবা বিক্রি করার সময় গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button