নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীর মানিক্যনগর মহিলা দাখিল মাদ্রাসার নব নির্মিত একাডেমিক ভবনের নামফলক ভাংচুর এবং সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মাদরাসার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বক্তব্য রাখেন, আমিশাপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক হুমায়ুন কবির, মহিলা ইউপি সদস্য ছায়েরা খাতুন প্রমূখ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে মাদরাসার সামনের সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
বার্তা প্রেরক