নোয়াখালীতে ভাইয়ের হামলায় আহত ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে ছোট ভাইয়ের হামলায় আহত হওয়ার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মোহাম্মদ হোসেন (৫০) মারা গেছেন।
সে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ বটগ্রামের রুহুল আমিনের ছেলে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এর আগে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার আমিশা পাড়া ইউনিয়নরে দক্ষিণ বটগ্রামে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১১ নভেম্বর) নিজ বাড়িতে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে জায়গা সম্পত্তির বিরোধ নিয়ে ছোট ভাই কামাল হোসেন তার বড় ভাই মোহাম্মদ হোসেনকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে থাকেন। বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় সে মারা যায়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত ভাইকে আসামি করে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।