sliderস্থানীয়

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চৌমুহনী টক্কাপোল এলাকা থেকে ট্রেনে কাটা এ মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সন্ধ্যা ৭টা ১০মিনিটের দিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে।

চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.নোফেল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, খবর পেয়ে রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি আরো জানায়,ধারণা করা হচ্ছে শনিবার সন্ধ্যার দিকে কোন সময় ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লোকটিকে স্থানীয়রা কেউ চিনতে পারছেনা। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button