নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি দুই মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হলো, বেগমগঞ্জের লক্ষীনারায়নপুরের কামলাবারী এলাকার বাসিন্দা মো. শাহজাহান ওরফে নবাব (৪৮) ও মো.শাহজালাল ওরফে সোহাগ (৩৫)।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটার দিকে বেগমগঞ্জের লক্ষীনারায়নপুরের কামলাবারী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারি গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারা উভয়ই একাধিক মামলার আসামি।