নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের ২৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) এ উপলক্ষে মাইজদী নোয়া-কনভেনশন সেন্টারে এক উদ্বোধনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির চেয়ারম্যান ও ইবনে সিনা ট্রাস্টের সদস্য কাজী হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মো: আব্দুজ জাহের।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের নির্বাহী পরিচালক হাসপাতাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. ওয়ালিউর রহমান চৌধুরী, নির্বাহী পরিচালক মো: ফয়েজ উল্যাহ, স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী তোহিন ফারাবী, জামায়াত ইসলামীর নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, সোহরাব ফারুকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রশাসন অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবনে সিনা ধানমন্ডি শাখার ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. শহিদুল গনি, হাসপাতালের পরিচালক এডমিন মো: আনিসুজ্জামান, জি এম মাসুদ, মো: জাহিদুর রহমান ও মো: নিয়াজ মাখদুম শিবলী। এছাড়া অনুষ্ঠানে ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ঢাকা ও নোয়াখালীর চিকিৎসক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক আবু নাসের মো: আব্দুজ জাহের বলেন, ‘ইবনে সিনার মালিক জনগণ আর ইবনে সিনা রক্ষা করার মালিক আল্লাহ।’
এ সময় তিনি ইবনে সিনাকে এগিয়ে নিতে যারা সহযোগিতা করেছেন, পাশে ছিলেন ও দেশের স্বনামধন্য ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ‘আপনারা প্রতিবেশীর খোঁজ খবর নিবেন। কেউ অসুস্থ হলে তাদের বলবেন এদিক সেদিক টাকা পয়সা খরচ না করে ইবনে সিনায় আসতে। ইবনে সিনা এখন নোয়াখালীতে।
অনুষ্ঠান শেষে তিনি হাসপাতালে এসে ফিতা কেটে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারের উদ্বোধন করেন। পরে হাসপাতালে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি কাজী হারুন অর রশিদ বলেন, ‘মানবতার সেবার মহান উদ্দেশ্য নিয়ে ইবনে সিনা ট্রাস্ট গঠিত হয়েছে। কাজেই রোগীদের প্রতি আন্তরিকতার সাথে আধুনিক ও বিশ্বমানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই ইবনে সিনার প্রত্যেক জনশক্তির একান্ত কর্তব্য।’
স্বাগত বক্তব্যে ইবনে সিনা ট্রাস্টের সদস্য (প্রশাসন) অধ্যাপক ড. এ কে এম সদরুল ইসলাম বলেন, ‘জেলার প্রাণ কেন্দ্র মাইজদীতে ইবনে সিনা ট্রাস্টের ২৫তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য শুভেচ্ছা জানান।’
তিনি বলেন, ইবনে সিনা ট্রাস্ট বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রথম এন্ডোস্কোপিক নিউনিউরো সাজার্রি, স্পাইন সার্জারি, হাঁটু প্রতিস্থাপন এবং চিকিৎসা জগতের অত্যাধুনিক মেশিনারি সমন্বয় করে কম্প্রিট ডিজিটালাইজ প্যাথলজিক্যাল প্রতিষ্ঠা করা হয়েছে।’