sliderস্থানীয়

নোয়াখালীতে আগুনে পুড়ে মরল গরু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরুর মৃত্যু হয়েছে। এতে আগুনে আরো দুটি বাছুর আহত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারী) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতি দিনের ন্যায় রাতের খাবার খেয়ে কৃষক জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা ঘুমাতে যায়। রাত ৯টার দিকে গোয়ালঘরে মশার কয়েল দেওয়ার জন্য ঘর থেকে বাইরে এসে দেখে গোয়াল ঘরে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের খবর শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে তিনটি গরু আগুনে পুড়ে মারা যায়।

কৃষক নজরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আমার বসতঘর থেকে একটি বৈদ্যুতিক লাইন গোয়ালঘরে দিয়েছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গোয়াল ঘরের অর্ধেক অংশে শুকনা লাড়কি থাকায় আগুন তীব্র আকার ধারণ করে।

কবিরহাট উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহজালাল বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকের সাথে কথা হয়েছে। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button