নেত্রকোনা প্রতিনিধি: উপ মহাদেশের প্রখ্যাত বংশীবাদক সংগীত শিল্পী প্রয়াত বারী সিদ্দিকীর ৭ম মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো ভক্তরা। রবিবার সন্ধ্যায় জেলা সদরের রৌহা ইউনিয়নের কার্লি গ্রামে বারী সিদ্দিকীর তৈরী বাউল বাড়ির আমতলায় শায়িত কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
প্রতি বছরের ন্যায় হিমু পাঠক আড্ডার উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ ওই বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন। এসময় গুণী শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন তারা। পরে পরিবারের সদস্যদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
একজন গুণী মানুষের গুণকে নিজেদের মধ্যে ধারণ করতেই তাকে স্মরণে রাখা সকলের দায়িত্ব। যে কারণে বারী সিদ্দিকীর মৃত্যুর পর থেকে প্রতিবছর স্মরণ করে যাচ্ছে এই সংগঠন।
এসময় বক্তব্য রাখেন হিমু পাঠক আড্ডার সদস্য সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, সুব্রত রায় টিটিু, রোদসী চক্রবতীর্, মীজার্ হৃদয় সাগর, আশরাফুর রহমান অন্তরসহ প্রয়াত শিল্পী বারী সিদ্দিকীর স্ত্রীর ভাই আব্দুল কাদির।