
মেহেদী হাসান আকন্দ,নেত্রকোণা : নেত্রকোণার পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ এর দিকনির্দেশনায় মডেল থানার অফিসার ইনচার্জ শাকের আহমেদ ও সদর ফাঁড়ির ইনচার্জ জনাব আব্দুস সাত্তার এর তত্ত্বাবধানে এস আই ফরিদ এর নেতৃত্বে একটি বিশেষ টিম কুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৭২৫ পিস ইয়াবাসহ মেহেদী হাসান পরাগ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মেহেদী হাসান পরাগ বারহাট্টা উপজেলার বারহাট্টা বাজার এলাকার আব্দুল কাদেরের পুত্র।
মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদক মুক্তকরনে নেত্রকোণা মডেল থানা পুলিশ সদা তৎপর আছে। এসময় তিনি মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।