নুপুর শর্মা ও জিন্দালের ফাঁসির দাবীতে ঘিওরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সোহেল রানা,ঘিওর মানিকগঞ্জ : মানিকঞ্জের মসজিদে মসজিদে এবং বিভিন্ন স্থনে রাসুল(সাঃ) ও আয়েশা ছিদ্দিকার(রাঃ)কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার বিশাল মিছিল হয়েছে ঘিওরে অনুষ্ঠিত হয়। কুস্তা বন্দর জামে মসজিদের উদ্দোগে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও তাওহীদী জনতা ইসলাম ধর্মপ্রাণ মুসল্লীগণ জুম্মা নামাজের পর এ সমাবেশে যোগদান করেন। বাজার ও থানা রোড প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, মুফতী মোহাম্মদ নিজাম উদ্দিন, মুফতী আব্দুল্লাহ, মুফতী মাহমুদুল্লাহ বাবু প্রমুখ বক্তব্য রাখেন। ভারতের ক্ষমতাসীন দল বিজিপির মুখ পাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসুল(সাঃ) ও আয়েশা ছিদ্দিকার(রাঃ)কে কটুক্তি করায় তাদের দৃষ্টান্ত মূলক বিচার করে ফাঁসির দাবী জানানো হয়।