sliderস্থানীয়

নীলফামারীতে সোনালী ব্যাংকের উপ-শাখায় আগুন; নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র ভষ্মিভূত

তপন দাস, নীলফামারী: নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেড এলাকায় সোনালী ব্যাংক পিএলসি উপ-শাখায় গতরাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মূল গেটের তালা ভেঙে নৈশপ্রহরী মাসুদ রানাকে বেঁধে মারধর করে ভোল্ট খোলার চেষ্টা করে ডাকাতদল। পরে ভোল্ট খুলতে ব্যর্থ হলে ব্যাংকের থাকা নথিপত্রে আগুন ধরিয়ে দেয়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাতেই আগুন নেভানো হয় এবং নৈশপ্রহরী মাসুদ রানাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

মাসুদ রানা জানান, অসুস্থ থাকায় তিনি তার কক্ষে শুয়ে ছিলেন। হঠাৎ একদল লোক এসে তাকে বেঁধে মারতে শুরু করে এবং ভোল্ট খুলতে নির্দেশ দেয়। তিনি জানান, তার কাছে চাবি না থাকায় ডাকাত দল ভোল্ট খুলতে ব্যর্থ হলে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যায়। এ সময়, সেখানে থাকা বেশ কিছু নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র ভষ্মিভূত হয় বলে জানেন তিনি।

উপ-শাখাটির সিনিয়র অফিসার জানান, খবর পেয়ে তাৎক্ষণাৎ ফায়ার সার্ভিস এবং পুলিশের সহায়তা নেয়া হয়। এ বিষয়ে কোনো মামলা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকের উর্ব্ধতন কর্তৃপক্ষ ও প্রশাসনের নির্দেশে ক্ষতিগ্রস্থ শাখাটি সিলগালা করে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button