sliderস্থানীয়

নীলফামারীতে মহানবী (সা:) ও ইসলামকে কুটক্তি করায় থানায় অভিযোগ

তপন দাস, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে প্রিয় মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও ইসলামকে নিয়ে কু-রুচিপূর্ণ কুটত্তি করায় নীলফামারী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ ২৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৬ টার সময় নীলফামারী সদর থানায় প্রিয় মহানবী হযরত মোহাম্মদ সা: ও ইসলামকে নিয়ে কু-রুচিপূর্ণ কুটত্তি করায় আখতারুজ্জামান খান ও আব্দুল মোমিন বাদী হয়ে নীলফামারী সদর থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর ২০২৪ দুপুর অনুমান ১২.০০ ঘটিকায় সময় হইতে নীলফামারী অনলাইন শপ গ্রুপে Itz Sabuj Mia ফেসবুক আইডি থেকে আমাদের প্রিয় মহানবী হযরত মোহাম্মদ সা: ও তার পরিবার এবং ইসলামকে নিয়ে কু-রুচিপূর্ণ কুটত্তি করে আসিতেছে। বিভিন্ন অশ্লিল ভাষায় লিখে নীলফামারী অনলাইন শপ গ্রুপে পোষ্ট করে দেয়। এতে আমাদের মুসলিমদের ও ইসলাম ধর্মের সম্মান হানি হচ্ছে।

নীলফামারী সদর থানায় অভিযোগ দায়ের করার সময় উপস্থিত ছিলেন নীলফামারী বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আখতারুজ্জামান খান, আব্দুল মোমিন, মো: বোরহান আহমেদ, মো: শরীফ ইসলাম, আতিক সাদিক, অ্যাডভোকেট আব্দুস সালাম, উদ্দীপ্ত তরুন যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরফাত ফাহিম।

Related Articles

Leave a Reply

Back to top button