sliderস্থানীয়

নীলফামারীতে গ্রাম আদালত সক্রিয়করণে সমন্বয় সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান ও জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিন এতে বক্তব্য রাখেন।

সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মাসুদ রানা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গ্রাম আদালতকে সক্রিয়করণে প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ, কর্মশালা, সেমিনার আয়োজন ছাড়াও জনসমাগম স্থানে এর কার্যক্রম উপস্থাপন করতে হবে। এর ফলে সাধারণ মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি হবে।

জেলা প্রশাসন ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প তৃতীয় পর্যায়ের আয়োজনে সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button