জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ দেশের সার্বিক পরিস্থিতি, দেশের চলমান রাজনীতি ও নিয়ামতপুর উপজেলার বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে উপজেলা প্রেস কাবের সদস্যদের সাথে নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ মোঃ ছালেক চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ আগষ্ট বুধবার বেলা সাড়ে ৫টায় ডাঃ মোঃ ছালেক চৌধুরীর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য ডাঃ মোঃ ছালেক চৌধুরী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। এ সময় নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম রেজা চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল হক, নিয়মাতপুর উপজেলা প্রেস কাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মোঃ জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, সদস্য এস এ সাগর, আলমগীর মন্ডল প্রমূখ।