sliderস্থানীয়

নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১লা এপ্রিল) বিকেলে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি আহমেদ এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
অন্যানোর মধ্যেও উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হাসান রানা, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য শাহান শা, রাশিকুল ইসলাম, আলমঙ্গীর মন্ডল, সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
এসময় দেশ ও জাতির সমৃদ্ধি এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button