sliderস্থানীয়

নিয়ামতপুরে ১শ ১ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ১শ ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে নওগাঁ গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার ৮ জুন দিবাগত রাত ১২.১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া
গ্রামের মৃত- হাবিবুর রহমানের ছেলে মোখলেছার রহমানের পুকুরের সামনে ছাতড়া-সন্তোষপাড়া পাকা রাস্তার উপর থেকে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ব্রাম্মনবাড়িয়া জেলার বাঞ্জারামপুর উপজেলার রূপসদী(পশ্চিম)
ইউনিয়নের খাউরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল (৫৫)।

রবিবার ৯ জুন রবিবার সকালে নওগাঁ জেলা পুলিশ গোয়েন্দা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নওগাঁ পুলিশ সুপার মুহাম্মাদ রশিদুল হক পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জেলা পুলিশ গোয়েন্দা শাখা ইনচার্জ হাশমত আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নর সন্তোষপাড়া গ্রামে কাভার্ট ভ্যানযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে স্থানীয় ইসকেন্দার মিয়াসহ কিছু লোকের নিকট হস্তান্তরের জন্য যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ গোয়েন্দা শাখার একটি দল গোপনে ঐ স্থানে অবস্থান করে। সেখানে বিশেষ অভিযান চালিয়ে শনিবার ৮ জুন রাত ১২.১০ টার কাভার্ট ভ্যান আটক করে। পরে কাভার্ট ভ্যান তল্লাশী করা হলে ৪টি পাটের বস্তায় ৩৪ পোটলায় ১শ ১ কেজি গাঁজাসহ সুমন ও টুয়েল নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এবং ৮/১০ জন পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন গাঁজার চালানটি কুমিল্লা থেকে ছাতড়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন তারা।

নওগাঁ জেলা পুলিশ গোয়েন্দা শাখা জানায়, আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা মাধ্যমে এর সাথে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পাশাপাশি পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button