sliderস্থানীয়

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে জরিমানা

নিয়ামতপুর(নওগাঁ)সংবাদদাতা: নওগাঁয় নিয়ামতপুরে বেপরোয়া গতিতে গাড়ি চালানো প্রতিরোধ ও মোটরসাইকেল দুর্ঘটনা রোধে নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়ামতপুর বাজারের বিভিন্ন মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম। শনিবার(৯ জুলাই) সকাল ১১ টায় নিয়ামতপুর থানা গেট, উত্তর বাজার ও বাবুবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালানোসহ, হেলমেট, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালকদের মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭ জনকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোই দিন দিন সড়কে দুর্ঘটনায় মানুষের মৃত্যু বেড়ে গেছে। সম্প্রতি দেখা যাচ্ছে লাইসেন্সবিহীন গাড়ি চালকের কারণে এসব দূর্ঘটনা বেশী ঘটছে এবং ঈদের ঠিক আগে ও পরে দুর্ঘটনার সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায়। এ অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে এবং উঠতি বয়সী কিছু বেপরোয়া মোটর বাইকারদের দৌরাত্ম কমাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় নিয়ামতপুর থানার এসআই শাহাদাত হোসেন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button