নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার রুপ নারায়ণ পুর গ্রামের আলহাজ্ব খৈবর রহমানের বড় ছেলে হারুন রশীদ (৪৫) স্বপ্ন দেখেছিলো একটি মসজিদ নির্মাণ করবে। সাংসারিক নিপিড়ন অভাবের কারণে কোন ভাবেই স্বপ্ন পূরণ হয়ে উঠছিল না তার। নিজের বাবাকে বলে মসজিদের জন্য জমি লিখে নিয়েছিলেন হারুন৷ প্রথম দিকে তার এই উদ্যোগকে সাধুবাদ জানাতে পারিনি অনেকেই। কিন্তু কিছুতেই হাল ছাড়েনি হারুন রশীদ। অবশেষে ২০ বছর পর তার এই উদ্যোগকে সাদরে গ্রহণ করে Sarja charitable International এনজিও ব্যুরো। সমগ্র বাংলাদেশে এই এনজিও ব্যুরো মসজিদ নির্মাণে আর্থিক সহযোগিতা করে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হারুন রশীদ এই এনজিওর আর্থিক সহযোগিতায় নিজ উদ্যোগে নিজের কায়িক শ্রমে নির্মাণ করছেন নিজ গ্রাম একটি মসজিদ।
বুধবার (০৬ নভেম্বর) দুপুরে মসজিদটি শুভ উদ্বোধন করা হয়। সাংবাদিকদের সাথে কথা হলে হারুন রশীদ বলেন মসজিদ কবে নির্মাণ করবো এটা ছিলো আমার স্বপ্ন। সকলের সহযোগিতায় সেই স্বপ্ন কে পূরণ করতে পেরেছি ইনশাআল্লাহ আল্লাহ তা’আলার ইবাদতের মাধ্যমে বাকি সময়টা এই মসজিদেই কাটিয়ে দিবো। তিনি আরও বলেন, আল্লাহর ঘর নির্মাণে আমরা যেনো সকলে তার জন্য এগিয়ে আসি। তার এই মহৎ উদ্যোগকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধুবাদ জানিয়েছেন সেই সাথে সকলের প্রতি উদার আহবান জানিয়েছেন এই মসজিদের জন্য এগিয়ে আসার। হারুন রশিদের মত আমরা প্রত্যেকে যেন ভালো কাজের সঙ্গে থাকতে পারি।