নিয়ামতপুরে শোক দিবসে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা মিলাদ মাহফিল

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বাষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ। প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি ব্যক্তিত্ব। তাঁর সুযোগ্য নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা ও বিজয় অর্জন করতে সক্ষম হয়। যুদ্ধবিধ্বস্ত দেশগঠনে বঙ্গবন্ধুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সোনার বাংলাকে নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণে আমাদেরকে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা বিমল বাবু, বীর মুক্তিযোদ্ধা ধীরেশ চন্দ্র মজুমদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ। সভা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।