জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে মোবাইল ব্যাংকিং ও উপকারভোগীদের সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা অফিসারের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ হলরুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমানের সঞ্চালনায় উক্ত সেমিনারে মূল প্রবন্ধক উপস্থাপক ছিলেন নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নূর মোহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহতাছিম বিল্লাহ, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।