sliderস্থানীয়

নিয়ামতপুরে মহান বিজয় দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বাঙ্গালী জাতির গৌরবের দিন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ঐ দিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারে নির্বাহী অফিসার মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন,উপজেলা প্রেস ক্লাব, বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী পালন করেন। বিভিন্ন সরকারী-বেসরকারী ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্যমে দিবসের শুভ সূচনা,
মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বেলা ১টায় হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বাদ যোহর জাতির শান্তি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত, দিনব্যাপি আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন, সুবিধামত সময়ে শ^ শ^ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): নিয়ামতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পন করা হয়। এরপর সকাল ৯টায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, নূরুন নবী নুহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বেলা ৩টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও নওগাঁ-১
আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের
যুগ্ন আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন
সাধারণ সম্পাদক শামীম রেজা চৌধুরী, হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির
সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম ভিপি, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা
বিএনপির যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান,
নিয়ামতপুর উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রহমান মঞ্জু, যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সবুজ
চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম প্রমূখ

উপজেলা প্রেস ক্লাব: নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তাবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, আলমগীর হোসেন মন্ডল।

এছাড়া চন্দননগর কলেজ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে মহান বিজয় দিবস পালন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button