sliderস্থানীয়

নিয়ামতপুরে মহান বিজয় দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে আশ্রয় এনসিওর প্রকল্পের আওতায় নিয়ামতপুর উপজেলার ২০টি আশ্রয় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় ও ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদর্যাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আক্কেলপুর, কোঠাডাঙ্গা, বনগাঁপাড়া, নিমদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উষ্ঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২০টি আশ্রয় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় ও ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় এনসিওর প্রকল্পের আয়োজনে শিশু শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি, দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আশ্রয় এনসিওর প্রকল্প নিয়ামতপুর উপজেলার উপজেলা ম্যানেজার জনাব মোঃ জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় আশ্রয় এনসিওর প্রকল্পের এডুকেশন অর্গানাইজার শান্তি হাসদা, অনন্যা রানী দাস, ময়না রানী, আয়েশা খাতুন সহ আশ্রয় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ইডিসি কমিটির সদস্য, এসএসসি কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button