নিয়ামতপুরে ভ্রাম্যমান আদালতে চার দোকানীকে জরিমানা

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস। এসময় দোকানে মূল্য তালিকা না থাকায় ও পণ্যমূল্যের দামের সাথে মূল্য তালিকা প্রদর্শন বোর্ডের মিল না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি মুদি দোকানীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে বিচারক রূপম দাস বলেন, বাজারে নিত্যপণ্যের কোন ঘাটতি নেই। কিছু অসাধু লোক বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে খেয়াল খুশিমত দাম বৃদ্ধি করছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানতে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
এসময় নিয়ামতপুর থানার এসআই নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।