নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে মিলন হোসেন (২৫) নামে এক বালি ও মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সন্ধ্যা নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাতকুন্ডু এলাকায় ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অবৈধ ভাবে বালু ও মাটি ব্যবসা পরিচালনা করতেন মিলন হোসেন। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ৪ (খ) ১৫ ধারায় অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, উপজেলায় নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ভবিষ্যতে আইন অমান্যকারীদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান।