sliderস্থানীয়

নিয়ামতপুরে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির লিফলেট বিতরণ

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি: দেশ বাঁচাও-মানুষ বাঁচাও এই শ্লোগানকে সামনে নিয়ে আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও জ্বালানি সঙ্কটের প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। সোমবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ছাতড়া বাজার সহ বেশ কিছু এলাকা ও হাট বাজারে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।

এসময় বিএনপির ও ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও নেতা-কর্মীদের মুক্তির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন।

Related Articles

Leave a Reply

Back to top button