নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহন কর্মকর্তা (প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সভা কক্ষে ভোটগ্রহন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম, জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, উপজেলা নির্বাচন অফিসার পারভেজ মোশারফ সহ সকল প্রিজাইডিং অফিসার গর্ণ।
জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, এবার উপজেলা পরিষদ নির্বাচনে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। প্রতিটি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটগ্রহন কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব, কর্তব্য সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি করণীয় সর্ম্পকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।