sliderস্থানীয়

নিয়ামতপুরে ভাতিজার লাথিতে চাচার মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার লাথির আঘাতে চাচা ফিটু (৬২) নামে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যে ৬টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের কলনীপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ফিটু নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর কলোনীপাড়া মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
নিহতের ছেলে জমির উদ্দিন ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ১২ মার্চ সন্ধ্যে ৬টায় নিহতের আপন ভাই আবু সাইদ সেন্টু (৬০) এর নিকট পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে আবু সাইদ সেন্টুর ছেলে শাহীন (২৪) চাচা ফিটুর তলপেটে লাথি মারলে সে ওই সময় মাটিতে পড়ে যায়। এবং জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনাস্থলেই ফিটু মৃত্যুবরণ করে।
মৃত ফিটুর ছেলে জমির উদ্দিন বাদী হয়ে শাহীন (২৪), পিতা- আবু সাইদ সেন্টু, বাবু (২২), পিতা- আবু সাইদ সেন্টু, আবু সাইদ সেন্টু (৫০) পিতা- মৃত-আইয়ুব আলী, মোসাঃ ফিরোজা (৪৬), স্বামী- আবু সাইদ, মোসাঃ ফাতেমা (২০), স্বামী- শাহীন, মোসাঃ লিমা (১৯), স্বামী- বাবুকে আসামী করে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম বলেন, উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর কলোনীপাড়ায় ভাইয়ে ভাইয়ে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাথির আঘাতে চাচ ফিটু মারা যায়। প্রধান আসামী শাহীন পলাতক রয়েছে। যত দ্রুত সম্ভব আসামীদের গ্রেফতার করে আদালতে সপর্দ করা হবে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button