নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও জুলাই গণ অভ্যূস্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় নিয়ামতপুর সরকারি কলেজ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর সরকারি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ফয়সাল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা, সমাজ বিজ্ঞান বিভাগের সুজন আলী সহ শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে শহিদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম বলেন, আমি নিজ উদ্যোগে কলেজে ম্যাগাজিন বের করেছিলাম।
সেটা বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয়েছিল, বিভিন্ন কারণে সেটা বন্ধ করতে হয়েছে। শিক্ষার্থীরা শুধু কলেজে বই পড়তে আসবে নাকি কলেজ হবে নানা মূখী শিক্ষা ও সাহিত্য চর্চা অর্জন করার জায়গা। রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা বলেন, ২০২৪ সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি।
এখনকার শিক্ষার্থীরা স্মার্ট ফোন ব্যবহার করলেও তারা আর বেকার রাজ্যে বসবাস করে না। শিক্ষার্থীদের আন্দোলনে আমরা পেয়েছি স্বাধীন দেশ। আমরা দেখেছি আগেও শিক্ষার্থীদের আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, শিক্ষার্থীরা ভবিষ্যতে রাষ্ট্রের হাল ধরতে পারে।