
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর নিয়ামতপুরে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখায় দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ভাই বেকারিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) দুপুরে নিয়ামতপুর উপজেলার ভাবিচা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস।
এসময় এএসআই নজিবুলসহ নিয়ামতপুর থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।