নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য আবুল কাশেম (৭০) মারা গিয়েছে। তার মৃত্যুতে নিয়ামতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কমিটির পক্ষে শোক বার্তা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের মৃত কসি উদ্দিন সরদারের ছেলে।
শনিবার (২৫ মে) দুপুরে নিজ বাড়িতে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ এর উপস্থিতিতে থানার ওসি মাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্য ও সেনাবাহিনীর পক্ষে গার্ডঅব অনার প্রদান করা হয়। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মৃত্যুকালে স্ত্রী,দুই কন্যা ও এক পুত্র সন্তান আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছে।