slider
নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা রামপদ বর্মন শেষ নিশ্বাস ত্যাগ করেছে। গতকাল মঙ্গলবার রাত ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার পাড়ইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত সাজুচন্দ্র বর্মনের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ৪ সন্তান ও নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৭ জুলাই) দুপুর ১২ টায় রাষ্ট্রীয় মর্যাদায় নিজ পারিবারিক শ্মাশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, থানার ওসি হুমায়ন কবির, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবাস কান্ত সরকার, রসুলপুর ইউপি চেয়ারম্যান, মোতালেব হোসেন বাবর প্রমুখ।