জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার(২৩ জুলাই)বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলার প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহান সা, সদস্য সিরাজুল ইসলাম, রতন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি বলেন,নিয়ামতপুরে উন্নয়নে ইউএনও আব্দুল্লাহ আল মামুন যে ভূমিকা রেখেছেন, তা আমরা কখনো ভুলব না। তিনি উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ বলেন, ইউএনওর কর্মগুণের কারণে নিয়ামতপুরবাসী তাকে আজীবন মনে রাখবেন। পাশাপাশি নিয়ামতপুর প্রেসক্লাবের উন্নয়নে তার অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে সাংবাদিকরা।