নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর নেতৃত্বে গরীব, অসহায় সমাজের ছিন্নমূল ১ হাজার ৮০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১০ টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) ও বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) সংস্থার আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণে স্বাগত বক্তব্য রাখেন, বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর নির্বাহী পরিচালক আখতার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর সহকারী পরিচালক কৌমুদী হোসেন মিশা, সিনিয়র কো-মডিনেটর সামসুল হক, সমাজসেবক ও ব্যবসায়ী খাইরুল ইসলান তোতা, মাহফুজ, বিলকিছ, শারমীন সহ অন্যান্য নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।