sliderস্থানীয়

নিয়ামতপুরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার ৪ ডিসেম্বর বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় উপস্তিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইন চার্জ হাবিবুর রহমান হাবিব, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোসাদ্দেকুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রেজওয়ানা হক, ক্ষুদ্র কৃষি ফাউন্ডেশনের ম্যানেজার ইমরান হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সাইদুর রহমান, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তর প্রধানগণ।

সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তিতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এবারের বিজয় দিবস সংক্ষিপ্ত পরিসরে উদযাপনের সিদ্ধান্ত হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্য্যদ্বোয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা, এর পুলিশ, আনসার ও ফায়ার
সার্ভিস ও ডিফেন্স এর সদস্যদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, সরকারী, আধা সরকারী ও গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা, হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, আহত, শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত।

Related Articles

Leave a Reply

Back to top button