জনি আহমেদ, নিয়ামতপুর প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়ামতপুর শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) নিয়ামতপুরে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ফ্রী ব্লাড গ্রুপিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়ামতপুর থানার আমীর আফজাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নাইবে আমীর মাওলানা মোঃ নওশাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, ছাত্রশিবিরের বায়তুল মাল আলতাব হোসেন, ইসলামী ছাত্রশিবিরের দক্ষিণ সভাপতি আব্দুল হালিম ও উত্তর সভাপতি মুজাহিদ আলী প্রমুখ।