নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশে ব্যাপক বনায়নের লক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ও বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার(৩০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ স্থায়ী মঞ্চে এসব ফলজ ও বনজ ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষের পরিচালনায় চারা বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহববু উল আলম,উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী, থানার অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, উপ সহকারি প্রকৌশলী বজলুর রশীদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, হাজিনগর ইউপির চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, চন্দননগর ইউপির চেয়ারম্যান বদিউজ্জামাল বদি, ভাবিচা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউপির চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউপির চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন প্রমুখ। পরে অতিথিদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।