sliderস্থানীয়

নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির আরো ৪ নেতা-কর্মী আটক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে নিয়ামতপুর থানা পুলিশও উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যাচ্চে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ৪ নেতা-কর্মীকে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ। বিষয়টি নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, আটককৃত বিএনপির নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি অবনতিসহ নাশকতার চেষ্টা করতে পারে সন্দেহে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার কাপাষ্টিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে নুরুজ্জামান (৩৩), কৃষ্ণপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে হায়দার আলী (৪৩), রাওতাড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জুম্মা রশিদ (৪৭) এবং চকশিতা গ্রামের আবুল কাশেমের ছেলে নাফিজুর রহমান (২৩)।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম বলেন, নাশকতার সন্দেহে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button