
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে একযোগে উচ্চ মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। এবারে এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ২শ ২৭ জন। উপজেলায় মোট ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়ামতপুর উপজেলায় এইচএসসিতে ২টি কেন্দ্রে মোট ১ হাজার ২শ ২৭জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। কেন্দ্র-এ নিয়ামতপুর সরকারী কলেজ কেন্দ্রে ৫শ ৫৪ জন, এর মধ্যে ছাত্র ২শ ৯৯ জন এবং ছাত্রী ২শ ৫৫ জন, কেন্দ্র-বি বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬শ ৭৩ জন, এর মধ্যে ছাত্র ৪শ ১৯ জন, ছাত্রী ২শ ৫৪ জন।
উপজেলার প্রত্যেক কেন্দ্র ঘুরে এবং প্রত্যেক কেন্দ্র সচিব কেন্দ্র-১ নিয়ামতপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, কেন্দ্র-২ এর বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, পরীক্ষার প্রথম দিন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলিম উল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।