নিয়ামতপুর(নওগা)প্রতিনিধিঃ নওগাঁ নিয়ামতপুরে এক ছাত্রীর নগদ একাউন্ট থেকে টাকা প্রতারণা করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আমার ০১৩২০-৫৬৪৬৯৪ এই মোবাইল নাম্বারের নগদ একাউন্ট খোলা হয়েছিল। মেয়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার নগদ একাউন্টে মেয়ের উপবৃত্তির টাকা আসে। আমি গত রবিবার(১৯ জুন) মোবাইল থেকে টাকা উঠানোর জন্য নিয়ামতপুর উত্তর বাজারের সাজিদ ট্রেডার্স ও টুটুল টেলিকমে গেলে তারা বলে আমার একাউন্টে কোন টাকা নাই। পরে আমি একই বাজারের জামাল টেলিকমে গিয়ে মোবাইলের সমস্যা ঠিক করে, জানতে পায় আমার একাউন্ট থেকে টাকা উঠানো হয়েছে। আমার নগদ একাউন্ট থেকে গত রবিবার(১৯ জুন) সকাল ০৭.০৫ মিনিটে ০১৭১৯-২১১৯৬৪ নাম্বার হইতে ক্যাশ আউট হয়েছে। আমার ধারণা উক্ত ফোন নাম্বারের অপারেটর আমার মোবাইল থেকে টাকা ক্যাশ আউট করে নিয়েছে।
ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, সকালে আমি তার কাছে টাকা তোলার জন্য গেলে সে বলে আমার নগদ একাউন্টে টাকা নাই। পরে আমি মোবাইল সিমের সমস্যা ঠিক করে দেখি নগদ একাউন্ট থেকে টাকা গায়েব। আমার ধারণা সে টাকা বের করে নিয়েছে।
সাজিদা ট্রেডার্সের স্বত্বাধিকার আনিছুর রহমান বলেন, শহিদুল আমার দোকানে এসে বলে নগদ একাউন্ট থেকে টাকা বের করবে। আমি নগদ একাউন্টের ব্যালেন্স চেক করে দেখি টাকা নেই। সে তখন তার মোবাইল নিয়ে চলে যায়। আমার বিরুদ্ধে সে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) হুমায়ূন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।