
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে শিবনদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত ডিঙি নৌকার উপর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার(১২ জুলাই) সকাল ১০ টায় শিবনদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত স্বামী ও স্ত্রী হলেন- রায়হান আলী (২৪) ও তারাবানু (১৮)। প্রায় চার মাস আগে তারা বিয়ে করেছিলেন। মৃত রায়হান আলী নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিল সুরশুনিয়া গ্রামের আদম আলীর ও তারাবানু পার্শ্ববর্তী শ্রীকলা গ্রামের ইস্কেন্দার আলীর মেয়ে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে শিবনদীতে অবস্থিত ডিঙি নৌকা উপর স্বামী ও স্ত্রী মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তাদের মৃত্যুর কারণ এখনো সঠিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।