
নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা ভঙ্গের অপরাধে বন্ধু ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, নিরাময় ক্লিনিককে ৫৫ হাজার ও এশিয়া হারবালকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মোরশেদ।
অভিযানে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব কুমার সাহা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা প্রসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, এসআই জাহিদুল ইসলাম, এএসআই আকবুল প্রমুখ।