
গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ সারা বিশ্বের ন্যায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়ন পরিষদে দাতা সংস্থা হেকস-ইপার এর সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে।
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৩ এর মূল প্রতিপাদ্য বিষয় ছিলো “আত্ননিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি”।
দিবসটি পালন উপলক্ষ্যে সকালে একটি র্যালী চন্দননগর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। র্যালীর পর চন্দননগর ইউনিয়ন পরিষদে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাসকো ফাউন্ডেশন এর সিডিও আলফা বেগম ও হাসান-উদ-দৌলা শারাফীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বদিউজ্জামান।
আন্তর্জাতিক আদিবাসী দিবস ও ডাসকো ফাউন্ডেশন এর রিভাইভ ফলোআপ সাপোর্ট প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডাসকো ফাউন্ডেশন এর এরিয়া কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য মো: নাজমুল হুদা, মো: রবিউল ইসলাম, মো: গোলাম রাব্বানী, মো: শরীফুল ইসলাম, মো: ময়নুল ইসলাম, গেীতম চন্দ্র, মো: মতিউর রহমান, মো: নজরুল ইসলাম মোসা: মোসলেমা খাতুন, আইনুর খাতুন, রুমা বেগম, ফেরদৌসী খাতুন ও ইউনিয়ন পরিষদের সচিব মো: মাহমুদ হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন আদিবাসী নেত্রী মনোবালা, আলোমতি, হাজদা, লক্ষিডাঙ্গা, গীথা রাণী, আদিবাসী নেতা রবিন পাহান ও মিন্টু পাহান।