sliderস্থানীয়

নিয়ামতপুরে ট্রাফিক দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের খাবার বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের পতন ও উদ্ভূত পরিস্থিতিতে সড়কে নেই ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময়ে রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক ভূমিকায় অবতীর্ণ হয়েছে নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের রোভার স্কাউট সদস্য ও শিক্ষার্থীরা।
রবিবার (১২ আগস্ট) দুপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা রোভার স্কাউট সদস্য, নিয়ামতপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হয়।

নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের পক্ষে জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিএম কাউসার রতন, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ ইসলাম তোতা, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি নাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক গোলাম রাব্বানী
ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণে দায়িত্ব থাকা শিক্ষার্থীদের হাতে দুপুরে খাবার তুলে দেন।

ছাত্রদলের সহ-সভাপতি জিএম কাউসার রতন বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনার। এরপর উত্তেজিত জনতার তোপের মুখে পড়ে পুলিশ বাহিনী। আসে কর্মবিরতির ঘোষণা। তবে পুলিশের অবর্তমানে ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন নিয়ামতপুর সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্য ও শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনায় এবং দারুণ ভূমিকা
পালন করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Back to top button